বিএনপিকে বাঙলা কলেজে সমাবেশের অনুমতি দেওয়ার কথা ভাবছে পুলিশ

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ১০:৫২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ১৪:০৬

সাহাদাত হোসেন পরশ

ফাইল ছবি

ঢাকায় গণসমাবেশের জন্য বিএনপিকে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে অনুমতি দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ শুক্রবার সকালে সমকালকে বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের জন্য দেওয়া যাচ্ছে না, কারণে সেখানে কিছু ফাইবার স্ট্রাকচার আছে, সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে। আজই বিএনপিকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।’

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে গিয়ে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের আগ্রহের কথা জানায় বিএনপির প্রতিনিধিদল। পুলিশ সেসময় তাদেরকে মিরপুর বাঙলা কলেজের প্রস্তাব দেয়। বিএনপি নেতারা জানান, দুটি জায়গা পরিদর্শনের পর যেটি তাদের পছন্দ হবে সেখানে তারা সমাবেশ করবেন। পরে রাতে বিএনপি নেতারা দুটি মাঠ পরিদর্শনও করেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি নেতারা শাহজাহানপুরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে বৈঠকে বসেন। এখন পুলিশের পক্ষ থেকে জানানো হলো, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুস্তফা কামাল স্টেডিয়াম দেওয়া যাচ্ছে না। বাঙলা কলেজের মাঠের কথাই ভাবা হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com