শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন: জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ১৩:১০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ২১:১০

সমকাল প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না এলে তিনি নিজেও বিপদে পড়বেন৷

সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্যকে ঢাকায় এনেছে বলেও এসময় মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন। তার হুমকির পর ছাত্রলীগ-যুবলীগ মিলে তাণ্ডব চালাবে। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র‍্যাকডাউনে নেমেছে পুলিশ।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান জানান, তাদের দলের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com