
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ১৩:১৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ১৪:০৬
সমকাল প্রতিবেদক

ছবি: সমকাল
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভে সারাদেশে নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার দুপুরে এ বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আখতার হোসেনের নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির গণসমাবেশ কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে কয়েকদিন আগে থেকেই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হতে শুরু করেন নেতাকর্মীরা। এক পর্যায়ে গত বুধবার বিকেলে সেখানে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। কেন্দ্রীয় নেতাসহ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। বুধবার থেকেই মূলত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা পুলিশের দখলে রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক অংশ খুলে দেওয়া হলেও আজ শুক্রবার তা বন্ধ করে দেওয়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com