অপারেশনের পর প্রকৌশলীর মৃত্যু, পালালেন চিকিৎসক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ১৯:৫৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ১৯:৫৬

পাবনা অফিস

পাবনায় নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশন ও অজ্ঞানে ত্রুটির কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহত প্রকৌশলী সিরাজুল ইসলাম (৩০) ঈশ্বরদী উপজেলার তিলকপুর গ্রামের আতিয়ার মণ্ডলের ছেলে।

সিরাজুল ইসলাম হা-মীম স্পিনিং মিলসের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দু'বছর বয়সী ছেলে, স্ত্রী, মা-বাবা ও ভাই-বোন রয়েছে তাঁর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসকরা।

বাবা আতিয়ার মণ্ডল অভিযোগ করেন, সিরাজুল বৃহস্পতিবার বিকেলে পলিপাসের অপারেশন করাতে ডিজিটাল হাসপাতালে ভর্তি হয়। রাতেই অপারেশন করেন পাবনা মেডিকেল কলেজের নাক-কান-গলা বিশেষজ্ঞ হারুন-অর-রশিদ। সঙ্গে ছিলেন অ্যানেস্থেসিয়ান শামসুল হক। অপারেশন শুরুর ৩০ মিনিট পর তাঁর জটিলতা শুরু হয়। এক পর্যায়ে মারা যান সিরাজুল। বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যান দুই চিকিৎসকসহ হাসপাতালের অধিকাংশ সদস্য। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চিকিৎসক হারুন-অর-রশিদের বক্তব্য পাওয়া যায়নি। অ্যানেস্থেসিয়ান শামসুল হক বলেন, অ্যানেস্থেসিয়া করার সময় রোগী সুস্থ ছিলেন। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছিল; কথাও হয়েছে। পরে তাঁর মৃত্যু কীভাবে হলো, বলা মুশকিল। ভুল চিকিৎসায় মৃত্যু হয়নি। জ্ঞান ফিরলে তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন, প্রস্রাব করেন।

হাসপাতালের সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম, ওটিই ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, কী কারণে রোগীর মৃত্যু হলো, বলতে পারছেন না। তবে তাঁর ফিটনেস রিপোর্ট ভালো ছিল।

পাবনার সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন। রোগী ও হাসপাতাল দুটি পক্ষ। কেউ লিখিত অভিযোগ না দিলে কিছু করণীয় নেই।


পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন অথবা স্বজনদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জনসহ সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com