রোজেল গাছ থেকে মুখরোচক খাদ্য ও পানীয় উদ্ভাবন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ২০:৫২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ২০:৫২

বাকৃবি প্রতিনিধি

রোজেল সম্ভাবনাময় ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। আঞ্চলিক ভাষায় এটি চুকাই বা চুকুর নামে পরিচিত। চুকাই পুষ্টিগুণ, স্বাদ ও ঘ্রাণের জন্য বিশ্বখ্যাত। যুক্তরাষ্ট্র, জাপানসহ আফ্রিকার অনেক দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে গাছটির পরিচিতি ও ব্যবহার সীমিত। তবে গাছটির ফুলের বৃতির অংশ প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, পুডিং, চাটনি, আচার, চকলেট, চা, জুসসহ বিভিন্ন মুখরোচক খাদ্য ও পানীয় উদ্ভাবনে সক্ষম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছোলায়মান আলী ফকিরের নেতৃত্বে গবেষণা দল। দীর্ঘ চেষ্টায় তিনি রোজেল থেকে এসব খাদ্যদ্রব্য তৈরিতে সক্ষম হন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগে সংবাদ সম্মেলনে রোজেলের নানা ব্যবহার তুলে ধরেন ছোলায়মান আলী। যেখানে উপস্থিত ছিলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান আলমগীর হোসেন, অধ্যাপক একেএম আজাদ-উদ-দৌলা প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

অধ্যাপক ছোলায়মান আলী বলেন, খাদ্য হিসেবে রোজেল ফুলের পুরো বৃতি ব্যবহার করা যায়। এ বৃতি থেকে জ্যাম, জেলি, চা, আচার, চাটনি, জুসসহ বিভিন্ন পানীয় প্রস্তুত করা যায়। এর রং উজ্জ্বল লাল হওয়ায় জৈব খাদ্য রং হিসেবে ব্যবহার করা সম্ভব। এ ছাড়া রোজেলকে শুকিয়ে এবং ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এ উদ্ভিদের কচি পাতা রান্না ও সবজি হিসেবে ব্যবহার করা যায়। পরিপকস্ফ বীজে প্রচুর আমিষ ও চর্বি থাকায় এটি প্রক্রিয়াকরণের পর পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যায়।


গাছটির ঔষধিগুণ সম্পর্কে গবেষক জানান, গাছের রঙিন বৃতিতে অ্যান্থোসায়ানিন, ফ্লাভনয়েড, ক্যারোটিনসহ গুরুত্বপূর্ণ অ্যান্টিঅপিডেন্ট থাকে। এ কারণে এ উদ্ভিদ থেকে তৈরি খাদ্য ও পানীয় ক্লান্তি দূরীকরণ, হূৎপিণ্ডের ব্যথা প্রশমন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ক্যান্সারের কেমোথেরাপির পর দ্রুত সুস্থতার জন্য কার্যকর।


অধ্যাপক ছোলায়মান আলী বলেন, বাইরের দেশগুলোতে এ গাছের ব্যাপক চাহিদা থাকলেও আমাদের দেশে এর ব্যবহার তেমন দেখা যায় না। তবে দেশে গাছটির বাণিজ্যিক চাষাবাদ সম্ভব। রোজেলের একটি গাছে ১২০-১৬০টি ফল ধরে। প্রতিটি গাছ থেকে কমবেশি এক কেজি পরিপকস্ফ কাঁচা ফল পাওয়া যায়। জাত অনুসারে ফলগুলো সবুজ, অথবা লাল হয়। বাড়ির আশপাশে রৌদ্রময় বা আংশিক ছায়াযুক্ত উঁচু স্থানে চার-পাঁচটি রোজেল গাছ থেকে এক পরিবারের চা, জ্যাম, জুস, আচার ইত্যাদির চাহিদা মেটানো সম্ভব।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com