ঢাবিতে ছাত্রলীগ নেতারা

আর সহ্য করা হবে না বিএনপিকে

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ২১:৫২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ২১:৫২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ। ছবি-সমকাল

বিএনপিকে আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ নেতারা। তাঁরা বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে ও সন্ত্রাস কায়েম করতে চায়। এতদিন তাদের সহ্য করেছেন, আর নয়। এখন তাদের যে কোনো কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ। শুধু নয়াপল্টন নয়, বিএনপি নেতাদের ঘর থেকেও বের করে আনা হবে। ছাত্রলীগ রাজপথ পছন্দ করে, তাই সব মোকাবিলা এখানেই হবে। শেখ হাসিনা সংসদে, ছাত্রলীগ রাজপথে।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে 'মনে পড়ে বাংলাদেশ? বিএনপি-জামায়াতের দুঃশাসনের খণ্ডচিত্র প্রদর্শন ও প্রতিবাদ' সমাবেশে তাঁরা এসব কথা বলেন। ছাত্রলীগ নেতারা আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে সারাদেশে আওয়ামী লীগের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়। এমনকি নৌকা মার্কায় ভোট দেওয়ায় অনেকের হাত-পা কেটে নেওয়া হয়। আবারও তারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এ স্বপ্ন তাদের আর পূরণ হবে না।

ছাত্রলীগের সহসভাপতি কামাল খানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সহসভাপতি সোহান খান, ইয়াজ আল রিয়াদ, মাজহারুল ইসলাম শামীম, উৎপল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান, মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সোহানুর রহমান সোহান, পুতুল চন্দ্র রায়, আল আমীন সিদ্দিক সুজন, শামীম পারভেজ, হাসানুর রহমান হাসু, শাহেদ খান, শেখ সুজন, এহসান পিয়াল প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com