সরকার নাগরিক অধিকার হরণ করছে: বাম জোট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ২১:৫৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ২১:৫৬

সমকাল প্রতিবেদক

অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, সভা-সমাবেশ ও মিছিলে বাধা দিয়ে আওয়ামী লীগ সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্রমাগত হরণ করে চলেছে। এই সরকারকে উৎখাত এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সব বাম-গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিরোধী মত দমনের হীন পথ পরিহার করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলের সভা-সমাবেশ করতে দেওয়া, বিএনপি কার্যালয়ে হামলা ও হত্যাকাণ্ডে দায়ী পুলিশের বিচার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাদের মুক্তি, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদান এবং গণগ্রেপ্তার ও গায়েবি মামলা বন্ধের দাবি জানানো হয়। এসব দাবিতে ১৩ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।


লিখিত বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে জাতীয় ও জনজীবনে সংকট সর্বগ্রাসী রূপ নিয়েছে। গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিদেশি শক্তি ও দেশের অভ্যন্তরের অন্ধকারের শক্তিও মাথাচাড়া দিয়ে উঠছে।


সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। অথচ দলীয় নেতাকর্মীদের এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, 'যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে' এবং 'যে হাত দিয়ে আগুন দিতে আসবে, সে হাত আগুনে পুড়িয়ে দিতে হবে'। এ ধরনের বক্তব্য সংঘাত-সংঘর্ষকে উস্কে দেওয়ার শামিল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com