স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় আহত সেই ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ২২:৩০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ২২:৩০

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় আহত হয়ে ১৩ দিন পর মারা গেলেন এক ওষুধ ব্যবসায়ী। শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হোসেন আলী (৪০) তেতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়ীয়ার ছাগীপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের বোন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবুকে প্রধান আসামি করে সাভার থানায় একটি মামলা করেছেন।

নিহতের ছোট ভাই মোকছেদ আলী জানান, কয়েক দিন ধরে একটি জমি নিয়ে সাবুর সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ চলছে। এরই জের ধরে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হোসেন আলী ও তাঁর আরেক ভাই খোরশেদ রিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা রামচন্দ্রপুর এলাকায় পৌঁছলে শফিকুল ইসলাম সাবুর নেতৃত্বে ১০-১২ সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই রিকশা থেকে তাঁদের টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে পালিয়ে যায়। পরে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। এরপরও অবস্থা সংকটাপন্ন হলে দুই দিন আগে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবু, তাঁর সহযোগী আনোয়ার হোসেন, আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস, মুন্নাসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে সাভার থানায় মামলা করা হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com