
খণ্ড খণ্ড মিছিলে গোলাপবাগ মাঠে গণসমাবেশে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২২ । ০৯:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২২ । ১০:০২
সমকাল প্রতিবেদক

ছবি: সমকাল
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশস্থল নেতাকর্মীতে ভরে গেছে। আজ শনিবার ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় দেখা যায়, কমলাপুর স্টেডিয়াম থেকে বাসাবোর দিকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গোলাপবাগ মাঠে বিএনপিকে অনুমতি দেওয়া হলে বিকেলেই মাঠে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। এ কারণে আজ শনিবার সকাল থেকে যারা আসছেন তাদের বেশিরভাগকেই গোলাপবাগ মাঠের আশেপাশের রাস্তাগুলোতে দাঁড়াতে হচ্ছে।

হাজারো মানুষের পদচারণায় মুখরিত গোলাপবাগ মাঠ ও এর আশেপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মিছিলে মিছিলে আসা বিএনপি নেতাকর্মীরা নানা ধরনের প্ল্যাকার্ড ও ধানের শীষ নিয়ে গোলাপবাগ মাঠের উদ্দেশে যাচ্ছেন।
শনিবার সকাল ১১টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com