
ফখরুল-আব্বাসের জামিন আবেদন রোববার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২২ । ২১:২১ | আপডেট: ১০ ডিসেম্বর ২২ । ২১:২১
সমকাল প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস (ফাইল ফটো)
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের জন্য রোববার আবেদন করা হবে। শনিবার তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা সমকালকে এ তথ্য জানান।
তিনি বলেন, মামলাটিতে এজাহারনামীয় আসামি হয়েও আমান উল্লাহ আমানসহ দু'জন অসুস্থ বিবেচনায় জামিন পেয়েছেন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাস এই মামলার আসামি নন। তারা অসুস্থ। তাই রোববার তাদের জামিন আবেদন দাখিল এবং শুনানি হলে জামিনে মুক্ত হবেন বলে আশা প্রকাশ করছি।
শুক্রবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের এই মামলায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করে এই দুই নেতাকে আদালতে হাজির করেন। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com