আলোকচিত্র প্রদর্শনী ‘প্রত্যাশা: অভিবাসীদের আশা’ শুরু মঙ্গলবার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২২ । ০০:৫৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২২ । ০০:৫৯

সমকাল প্রতিবেদক

ছবি: আইওএম

টেকসই পুনর্মিলন, নিরাপদ অভিবাসন এবং অভিবাসন শাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জনসাধারণকে বোঝানোর জন্য ‘প্রত্যাশা: অভিবাসীদের জন্য আশা’ শীর্ষক একটি ফটো প্রদর্শনীর আয়োজন করবে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইওএম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ অভিবাসন, টেকসই পুনঃএকত্রীকরণ, এবং অভিবাসন শাসনের বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো এবং সচেতন করার জন্য গল্প বলা একটি কার্যকর হাতিয়ার। এই প্রদর্শনীটি অভিবাসন-সম্পর্কিত বিভিন্ন গল্পকে একত্রিত করবে যা আমাদের জটিল অভিজ্ঞতা বুঝতে এবং বাংলাদেশে অভিবাসনের কিছু সুযোগ ও চ্যালেঞ্জকে প্রাসঙ্গিক করতে সাহায্য করবে। এটি অভিবাসন এবং এর জটিলতাগুলো বুঝতেও সাহায্য করবে।

এছাড়াও, গল্পগুলো প্রত্যাশা প্রকল্পের অধীনে প্রত্যাবর্তনকারী অভিবাসীদের নিরাপদ অভিবাসন এবং টেকসই পুনঃএকত্রীকরণের কাজের প্রভাব এবং ফলাফল উপস্থাপন করবে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ছবির প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও ইভেন্ট চলাকালীন পট গান, গানের পরিবেশনা, শর্ট ফিল্ম এবং কুইজ সমন্বিত একটি ইনফোটেইনমেন্ট শো হবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘বাংলাদেশ: সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অ্যান্ড ইম্প্রুভড মাইগ্রেশন গভর্ন্যান্স (প্রোতাশা)’ প্রকল্পের আওতায় এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আইএমও ২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com