
'দ্য রকফোর্ড ফাইলস' অভিনেতা মার্গোলিন মারা গেছেন
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২২ । ১২:৪২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২২ । ১২:৪২
বিনোদন ডেস্ক

মার্কিন অভিনেতা স্টুয়ার্ট মার্গোলিন মাার গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। স্টুয়ার্ট মার্গোলিন 'দ্য রকফোর্ড ফাইলস'-এ অভিনয়ের জন্য ১৯৭৯ এবং ১৯৮০ সালে পর পর দুইবার এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে অগ্ন্যাশয় ক্যান্সারে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন অভিনেতা।
১৯৬০ এর দশকের গোড়ার দিকে থেকে এই শতাব্দী পর্যন্ত টেলিভিশন জুড়ে জনপ্রিয় মুখ ছিলেন মার্গোলিন। কয়েক ডজন শো’তে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টিভি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৪০ সালে জন্মগ্রহণকারী স্টুয়ার্ট মার্গোলিন মাত্র ৮ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে জনপ্রিয় টিভি নাটক সহ ‘ডেথ উইশ’, ‘এর্বিট্রেজ’, ‘কেলিস হিরোস’ এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান ও ভাই-বোনদের রেখে গেছেন স্টুয়ার্ট মার্গোলিন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com