
করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২২ । ১৩:৪০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২২ । ১৩:৪৪
সমকাল প্রতিবেদক

আগামী ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সী যারা টিকার তৃতীয় ডোজ নিয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হবে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র ফাইজারের টিকা চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হবে।
দেশব্যাপী উপজেলা পর্যায়ের হাসপাতালসহ সব স্থায়ী টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ ধরনের প্রায় ১ হাজার টিকাকেন্দ্র আছে।
বয়স্ক ব্যক্তি ছাড়াও, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মা এবং ফ্রন্টলাইন কর্মীদের চতুর্থ ডোজ দেওয়া হবে।
এর আগে ঢাকার ৭টি কেন্দ্রে একদিনের জন্য পরীক্ষামূলকভাবে এই ক্যাম্পেইন চালু হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com