অর্ধশতাধিক গাছ কেটে নিলেন আ'লীগ নেতা, স্থানীয়দের ক্ষোভ

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২২ । ২২:৩১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২২ । ২২:৩১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কের পাশে থাকা অর্ধশতাধিক গাছ কেটে নিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া-প্রভাকরদী সড়কের ফরিদাবাদ এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কেটে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

উপজেলা প্রকৌশল অফিস ও স্থানীয়রা জানান, বালিয়াপাড়া থেকে প্রভাকরদী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজের জন্য সড়কের পাশে থাকা নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ লাল দাগ দিয়ে চিহ্নিত করে স্থানীয় সরকার বিভাগ। গাছগুলো উপড়ে ফেলা হলে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ফরিদাবাদ এলাকা থেকে অর্ধশতাধিক গাছ নিয়ে যান। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

তবে গাছ কেটে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দেলোয়ার। তাঁর দাবি, যাঁদের বাড়ির পাশে এসব গাছ ছিল, তাঁরাই গাছগুলো কেটে নিয়ে গেছেন। সড়ক প্রশস্তকরণ কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হিসেবে শুধু দেখভাল করেছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সড়ক প্রশস্তকরণে বেশ কিছু গাছ সড়কের মধ্যে পড়ে। বন কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, গাছগুলো বন বিভাগের নয়। তাই গাছগুলো কেটে নেওয়ার জন্য বাড়ির পাশের লোকজনই দাবিদার। দেলোয়ার হোসেন সড়ক থেকে গাছ কেটে নিয়েছে কিনা এ ব্যাপারে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com