
বিজয় দিবসে স্বাধীনতার ফুল দিল অধিকার সুরক্ষা পরিষদ
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২২ । ২১:৪৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২২ । ২১:৪৬
রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মহান বিজয় দিবসকে 'স্বাধীনতা দিবস' বলে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আন্দোলন মঞ্চ বলে পরিচিত শিক্ষক-কর্মকর্তাদের একাংশের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেরোবির স্বাধীনতা স্মারক বেদিতে তাঁদের অর্পণ করা পুষ্পস্তবকে লেখা ছিল 'মহান স্বাধীনতা দিবস ২০২২'।
অধিকার সুরক্ষা পরিষদের সভাপতি অধ্যাপক মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্য বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এতে অংশ নেন বিজ্ঞান অনুষদের ডিন ও লাইব্রেরি পরিচালক অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বিজন মোহন চাকী, বহিরাঙ্গন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম, লোকপ্রশাসন বিভাগের প্রধান আসাদুজ্জামান মণ্ডল, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন, উপ-রেজিস্ট্রার জাহেদুর রহমান, জিয়াউল হক, ফিরোজ আল মামুন, সহকারী রেজিস্ট্রার আবু তাহের মোস্তফা আল আরিফ, পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন বলেন, শিক্ষক-কর্মকতারা কীভাবে এ ধরনের ভুল করেন, মাথায় আসে না।
এ বিষয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক মতিউর রহমান বলেন, এটি আসলে 'প্রিন্টিং মিসটেক'। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এটা করেছেন। পরে ঠিক করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com