সাক্ষাৎকার

ফ্রান্স ভীষণ কঠিন প্রতিপক্ষ: জানেত্তি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২২ । ০৯:০৪ | প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হাভিয়ের জানেত্তি। সবার মতো তিনিও মেসির হাতেই বিশ্বকাপ শিরোপা দেখতে চান। আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ওলে'কে সাক্ষাৎকারে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল, মেসির নেতৃত্বসহ নানা বিষয়ে কথা বলেছেন আর্জেন্টাইন সাবেক এ ফুটবলার।

প্রশ্ন: মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেমন দেখছেন?

জানেত্তি: দলের জন্য মেসির নিবেদন এককথায় অনন্য। আর্জেন্টিনা দল হিসেবে বেশ গোছানো অবস্থায় কাতারে এসেছে। ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই এই দলটি দেশ ছেড়েছিল।

প্রশ্ন: ব্রাজিলের অনুপস্থিতিতে লাতিন আমেরিকার ফুটবলের শক্তি আর্জেন্টিনা কতটা দেখাতে পারছে?

জানেত্তি: আর্জেন্টিনা যেভাবে ফুটবল খেলছে, মাঠে যে পরিমাণ নিবেদন ও দৃঢ়তা দেখাচ্ছে, তা সত্যিই গর্বের। জাতিগতভাবেই আর্জেন্টিনা ফুটবলকে ঠিক এভাবেই অনুভব করে। আমার মনে হয়, আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে খেলাটির প্রতি তাদের আবেগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে।

প্রশ্ন: ফাইনাল নিয়ে কী মনে হচ্ছে?

জানেত্তি: এটা বেশ বড় একটি ম্যাচ। আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবিলা করতে যাচ্ছি। পুরো আর্জেন্টিনার জনগণেরও এই ম্যাচ ঘিরে বিশাল এক স্বপ্ন রয়েছে। ফাইনাল জিততে মেসিও দৃঢ়প্রতিজ্ঞ ও মনোযোগী। মেসি দলের জন্য একজন সত্যিকারের নেতা হয়ে উঠেছে। ওর বয়স আর অভিজ্ঞতা ওকে শুধু টেকনিক্যাল দিক থেকেই উন্নত করেনি, নেতা হিসেবেও আগের চেয়ে অনেক বেশি ভালো ও পরিণত। দল হিসেবে আর্জেন্টিনা ঐক্যবদ্ধ ও গোছানো। প্রতিটি ম্যাচেই তাদের ধারাবাহিক উন্নতির ছাপ স্পষ্ট। তবে ফ্রান্সের অনেককে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কারণ রয়েছে, এমবাপ্পে, গ্রিজম্যান, জিরুদ, লরিস, র‌্যাবিওতকে নিয়ে। তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। ফ্রান্স ভীষণ কঠিন প্রতিপক্ষ।

প্রশ্ন: মেসির মধ্যে ম্যারাডোনার নেতৃত্বের একটা ছাপ দেখা যাচ্ছে। এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। আপনি বিষয়টিকে কীভাবে দেখেন?

জানেত্তি: এই বিশ্বকাপে শুধু মেসির দুর্দান্ত নেতৃত্বই নয়, সে যেভাবে তার প্রতিটি টিমমেটের থেকে সেরাটা বের করে আনছে, তা সত্যিই অসাধারণ। আমার কাছে মেসি ও ম্যারাডোনা সবসময়ই সমানে সমান। আর রবিবারের ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করে আমার এই মতামত পরিবর্তনও হবে না।

প্রশ্ন: নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে শেষ পেনাল্টি গোল কি লাওতারোর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে?

জানেত্তি: একদম। যদিও লাওতারো এখন পর্যন্ত বদলি হিসেবেই মাঠে নামছে বেশির ভাগ ম্যাচে, তবে সে নিঃসন্দেহে একজন অসাধারণ খেলোয়াড়। ও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময়ে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com