
শৈশবের স্বপ্ন পূরণের হাতছানি মুয়ানির সামনে
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২২ । ১১:০৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২২ । ১১:০৩
স্পোর্টস ডেস্ক

কোলো মুয়ানি
মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন কোলো মুয়ানি। মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যেই মরক্কোর জালে বল পাঠান ফ্রান্সের এ স্ট্রাইকার। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ভীষণ চাপে থাকা ফ্রান্সের জন্য এই গোলটি স্বস্তি হয়ে আসে। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল, সেটা আবার বিশ্বকাপের মঞ্চে- এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না।
ফ্রান্সের ২-০ গোলের জয়ে মুয়ানির গুরুত্বপূর্ণ গোলটি নিয়েই বেশি আলোচনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা দিদিয়ের দেশমের দল এখন আর্জেন্টিনাকে হারানোর ছক কষছে। আগামীকাল লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসিদের হারাতে পারলেই ব্রাজিল, ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে ফ্রান্স। সেই ইতিহাসের সাক্ষী হতে তর সইছে না মুয়ানির।
মরক্কোর বিপক্ষে মাঠে নামার পর বিশ্বকাপ খেলার শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে ফ্রাঙ্কফুর্টের এ ফরোয়ার্ডের। এবার দেশটির হয়ে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন ২৪ বছর বয়সী মুয়ানির, 'বিশ্বকাপে গোল করার মাধ্যমে একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার। আমি কি ছয় মাস আগে এই গোল করার স্বপ্ন দেখছিলাম? অবশ্যই না। হ্যাঁ, এবার আমার স্বপ্ন পূরণ হয়েছে।'
তিন মাস আগেও মুয়ানি জানতেনই না তার বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হবে। চোটে ক্রিস্টোফার এনকুনু বিশ্বকাপ থেকে ছিটকে যান। আর ভাগ্য খুলে যায় মুয়ানির। দেশমের বিশ্বকাপ দলে ডাক পাওয়া মুয়ানির ফরাসিদের হয়ে মাত্র ১২ মিনিট খেলার অভিজ্ঞতা ছিল। ২০২২-২৩ মৌসুমে উয়েফা নেশন্স লীগে গত সেপ্টেম্বরে বদলি হিসেবে দুটি ম্যাচে নামলেও জালের দেখা পাননি তিনি। তবে বিশ্বকাপের আগে ক্লাব পর্যায়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।
জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ৮ গোল করার সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছিলেন ১১ গোল। সেই ফর্ম বিশ্বকাপেও ধরে রেখেছেন মুয়ানি। নিয়মিত সুযোগ না পেলেও মরক্কোর বিপক্ষে গোল করে সতীর্থদের জন্য একটি বার্তাও দিয়েছেন এ ফরোয়ার্ড। তার পারফরম্যান্সে খুশি কোচ দিদিয়ের দেশমও, 'মুয়ানির গতির দক্ষতা আরও বেশি তাৎপর্যপূর্ণ। সে যা করেছে তা অন্য খেলোয়াড়দের জন্য একটা বার্তা হিসেবেই আমি মনে করছি।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com