বিশেষ দিনে শাবনূরের ৩৫ সেকেন্ডের ভিডিও

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২২ । ১৮:০০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২২ । ১৮:০৪

বিনোদন প্রতিবেদক

অভিনেত্রী শাবনূর

পর্দার বাইরে লাজুক নায়িকা হিসেবেই পরিচিতি ছিলো শাবনূরের। কোনো অনুষ্ঠানে হাজির হলেও বক্তব্য দিতে চাইতেন না, পর্দায় তার ছোট মেলানো গানগুলোও গাইতে বললেও এড়িয়ে যেতেন। সেই শাবনূর শনিবার নিজ কণ্ঠে সিনেমায় তার মেলানো গানের কয়েক কলি গাইলেন। ভক্তদের জন্য সেই গান প্রকাশ করলেন নিজের ফেসুবকের ওয়ালে। 

শাবনূর কিন্তু এমনি এমনিই নিজের গাওয়া ওই গানের ভিডিওটি প্রকাশ করেননি। এর বিশেষ কারণ হচ্ছে আজ তার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষেই ৩৫ সেকেন্ডের বিশেষ ভিডিও প্রকাশ করলেন ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকা। যে ভিডিওতে  গানের সঙ্গে জুড়ে দিলে উড়ু চুমুও। 


ভিডিওতে দেখা যায় গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল শাবনূর। কিছুটা ভেবে শুরু করেন ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ গানটি মূলত প্রেমের তাজমহল ছবির। এ গানের মূল কথা ছিল, ‘অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা।’ গানের লাইন বদলে, দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ। লাভ ইউ অল। 

শাবনূর অনেক দিন হলো অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

নতুন ছবিতে তাঁকে দেখার জন্য অপেক্ষায় ভক্তরা। অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, 'অস্ট্রেলিয়ায় ঘরোয়াভাবেই কাটবে এবারের জন্মদিন। একান্ত কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হতে পারে। গল্প-আড্ডা আর স্মৃতিচারণে কাটবে দারুণ সময়। একমাত্র সন্তান আইজানকে নিয়েই যত স্বপ্ন। তাকে সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।' 

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তাঁর পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দু'জনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। পরিচালক এহতেশামের হাত ধরে 'চাঁদনী রাতে' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের 'দুই নয়নের আলো' ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com