
ড্যাবের ডিএমসি কমিটি ঘোষণা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২২ । ২০:১৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২২ । ২০:১৪
সমকাল প্রতিবেদক

ছবি- সংগৃহীত
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’-এর অন্তর্গত ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের নতুন সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আবদুস সালাম এই কমিটি অনুমোদন দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক ডা. কামরুল হাসান সরদারকে। এছাড়া সভাপতি ডা. রেজোয়ানুর রহমান সোহেল, সিনিয়র সহসভাপতি ডা. কেএএম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান, কোষাধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম শাকিল এবং ডা. মাহমুদুর রহমান নোমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে প্রধান উপদেষ্টার পরামর্শ ও সার্বিক নির্দেশনায় কার্যনির্বাহী পরিষদ পরিচালিত হবে। এছাড়া অনতিবিলম্বে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।
একইদিন বগুড়া জেলার শহর শাখারও সুপার ফাইভ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্যাব। এতে অধ্যাপক ডা. সৈয়দ মো. মইনুল হাসান সাদিককে সভাপতি ও ডা. মোস্তফা কামাল স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com