জামায়াত আমির শফিকুরের মুক্তি দাবি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২২ । ২৩:০৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২২ । ২৩:০৫

সমকাল প্রতিবেদক

ছবি- সংগৃহীত

দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানীতে ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এদিকে, বিএনপির মতো জামায়াতও ১০ দফার পক্ষে রাজধানীতে গণমিছিল ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার ঘোষণা দিয়েছে। 

আজ এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এ কথা জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর শাহাজাদপুর বাসস্ট্যান্ড থেকে বাড্ডা বাস সার্ভিস পর্যন্ত ঝটিকা মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। মহানগর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি হয়। 

কয়েক মিনিটের মিছিল শেষে সমাবেশে তিনি বলেন, ১০ দফার যুগপৎ আন্দোলনে সরকার পতন আতঙ্কে ভুগছে। তাই জামায়াত আমিরকে রিমান্ডে নিয়ে নাজেহাল করছে।

কমলাপুর এলাকায় ঝটিকা মিছিল ও সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এ কর্মসূচিও পুলিশ আসার আগে তড়িঘড়ি শেষ করা হয়। সমাবেশে নেতারা দাবি করেন, জনগণের মুক্তির ১০ দফা ঘোষণা করে যুগপৎ আন্দোলন শুরুর সঙ্গে সঙ্গে কাল্পনিক জঙ্গি মামলায় শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com