পছন্দের দলের বিদায়, সিয়াম চান মেসির হাতেই বিশ্বকাপ উঠুক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২২ । ০৩:০৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২২ । ১২:৩৯

বিনোদন প্রতিবেদক

কাতার বিশ্বকাপে কোস্টারিকাকে সাত গোল দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি দলটি।  মরক্কোর বিপক্ষে মাঠে নেমে হেরে বিশ্বকাপ বাড়ি ফেরে স্পেন। অথচ প্রিয় দল এভাবে হেরে বিদায়ে মন খারাপ হয়েছিল ঢাকাই ছবির নায়ক সিয়ামের। তিনি দলটির সমর্থক। 

প্রিয় দল বাড়ি চলে যাওয়া সিয়ামের কাছে ফুটবল বিশ্বকাপটাও কিছুটা নিরানন্দ হয়ে পড়ে। তবে সময় করে বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচই দেখার চেষ্টা করেছেন। না দেখতে পারলেও হাইলাইটস দেখেছেন। অনেকটা কৌতুহলী ফুটবল দর্শক হয়েই ম্যাচগুলো দেখা। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ মিস দেননি একটিও। 

কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়ার কাছে হেরে বাড়ি ফেরেন নেইমাররা। ফাইনালে উঠে মেসির আর্জেন্টিনা আর এমবাপ্পের ফ্রান্স। এই দুই দলের কার হাতে বিশ্বকাপ দেখতে চান সিয়াম?

এ প্রশ্ন নিয়েই কথা হয় ‘পোড়ামন ২’ খ্যাত এ নায়কের সঙ্গে। সিয়াম বলেন, বিশ্বকাপে এবার আমার পছন্দের দলের বিদায় হয়েছে আগেই। তবে ফাইনালে আমি চাইবো মেসির হাতে বিশ্বকাপ উঠুক। বর্তমান ফুটবল বিশ্বে মেসিই এটির সবচেয় বেশি যোগ্য। 


 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com