৯ পদে ১৩৮ জনকে নিয়োগ দেবে বিআরটিসি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২২ । ১৫:১৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২২ । ১৫:১৮

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নয়টি ভিন্ন পদে মোট ১৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কোষাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, জব সহকারী, কারিগর-বি (সাধারণ), কারিগর-বি (ট্রেড), কারিগর-সি (সাধারণ), কারিগর-সি (টেড), কারিগর-ডি (সাধারণ) ও কারিগর-ডি (ট্রেড)।

পদসংখ্যা: মোট ১৩৮টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী  বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://brtc.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: প্রতিষ্ঠান ওয়েবসাইট

বিস্তারিত দেখতে বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com