
ইরাকে বোমা ও বন্দুক হামলায় অন্তত ৭ পুলিশ নিহত
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২২ । ১৬:৪৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২২ । ১৭:১৩
অনলাইন ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। এছাড়া হামলাকারীদের মধ্যে একজন নিহত হয়েছেন।
আজ রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনা ঘটে। বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- বিবিসির।
কর্মকর্তারা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে এই হামলার জন্য দায়ী করেছেন। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত বুধবার বাগদাদের কাছে রাস্তার পাশের বোমায় তিন ইরাকি সেনা নিহত হয়। ওই বোমা আইএস বসিয়েছিল বলে জানিয়েছিল।
বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, রোববার পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে আল-মাতার গ্রামের কাছে এই হামলা চালান হয়। ছোট অস্ত্র দিয়ে সরাসরি আক্রমণের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত বিস্তৃত ৮৮ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় ৮০ লাখ মানুষের ওপর তারা তাদের শাসন চাপিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। তবে আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এরপর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।
সিরিয়া ও ইরাকের মধ্যে আনুমানিক ছয় হাজার থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়েছে। যাদের বেশিরভাগই রয়েছে গ্রামীণ এলাকায়। তারা চোরাগোপ্তা হামলা, গুলি ও রাস্তার পাশে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com