
ঘন কুয়াশায় ৫ ফ্লাইট নামল কলকাতা-সিলেটে
ভোগান্তিতে যাত্রী ও স্বজন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২২ । ১১:৪২ | প্রিন্ট সংস্করণ
শহিদুল আলম

প্রতীকী ছবি
দুবাই থেকে তিন বছর পর গতকাল রোববার ঢাকায় আসেন সিরাজগঞ্জের কামারখন্দের নুর হোসেনের ছেলে নেহাল। সূচি অনুযায়ী ভোর ৪টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা ছিল। নেহালকে নিতে আগের দিন রাতে (শনিবার) এলাকা থেকে মাইক্রোবাস ভাড়া করে বিমানবন্দরে আসেন নুর হোসেনসহ পরিবারের তিন সদস্য। তবে বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে নেহালের ওই ফ্লাইট ঢাকার বিমানবন্দরের বদলে ভারতের কলকাতা বিমানবন্দরে নামে। প্রায় সাত ঘণ্টা বিরতি দিয়ে গতকাল সকাল ১১টা ২২ মিনিটে ঢাকায় আসে ইউএস-বাংলার ফ্লাইটটি। ঘন কুয়াশার কারণে সময়মতো ফ্লাইট না আসায় নুর হোসেনের মতো বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও স্বজন।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী ঢাকায় অবতরণ করতে না পারায় দেশি-বিদেশি পাঁচটি ফ্লাইট কলকাতা ও সিলেট বিমানবন্দরে নামে। এর মধ্যে দুবাই-ঢাকা রুটের ইউএস-বাংলার বিএস-৩৪২, বাহরাইন-ঢাকা রুটের গাল্ফ এয়ারলাইন্সের জিএফ-২৫০, মাসকাট-ঢাকা রুটের সালাম এয়ারলাইন্সের অভি-৩৯৭, কুয়েত-ঢাকা রুটের জাজিরা এয়ারলাইন্সের জিনাইন-৫৩৩ ফ্লাইট কলকাতায় এবং মদিনা-ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
জানা যায়, ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক রুট থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা বিভিন্ন ফ্লাইটের পাইলটরা অবতরণের আগে রানওয়ের অবস্থা ভালো করে দেখতে পাননি। ফলে তাঁরা ঝুঁকি না নিয়ে শাহজালাল বিমানবন্দরের বদলে কলকাতা ও সিলেট বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।
সংশ্লিষ্টরা জানান, ঘন কুয়াশার মধ্যে দু-তিন কিলোমিটার পর্যন্ত রানওয়ের অবস্থান দেখা যাবে এমন প্রযুক্তি শাহজালালে নেই। অনেক সময় এক কিলোমিটার বা ৮০০ মিটারের মধ্যে রানওয়ের অবস্থান কম দেখা গেলেও ফ্লাইট অবতরণ করা সম্ভব। তবে পাইলটরা এ ঝুঁকি নিতে চান না।
জানা গেছে, গত এক সপ্তাহে বেড়েছে কুয়াশার প্রকোপ। এ অবস্থায় নির্ধারিত বিমানবন্দরে অবতরণ করতে না পারায় পাইলট বাধ্য হয়ে অন্য কোনো বিমানবন্দরে উড়োজাহাজ নামাচ্ছেন। বিমানবন্দর কর্মকর্তারা জানান, কুয়াশার ফাঁদে পড়ে প্রতিদিনই চার-পাঁচটি ফ্লাইট কলকাতাসহ অন্যান্য বিমানবন্দরে অবতরণ করছে। অভ্যন্তরীণ রুটের যাত্রীরাও কুয়াশার ভোগান্তিতে পড়ছেন।
এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, গতকাল ঘন কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল অনুযায়ী আন্তর্জাতিক রুটের পাঁচটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। এক কিলোমিটারের মধ্যে রানওয়ের অবস্থা দেখতে না পারলে ঝুঁকি নিয়ে ফ্লাইট অবতরণ করান না পাইলট। ঘন কুয়াশার বিষয়টি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে আগে থেকেই পাইলটকে জানানো হয়। সকাল ১০টার পর থেকে কুয়াশা স্বাভাবিক হতে শুরু করলে বিমানবন্দরে ফ্লাইট নামে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com