
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন আব্দুল মোমেন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২২ । ২২:৪২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২২ । ২২:৪২
সমকাল প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত।
বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতায় শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে তিনি ওই চিঠি পাঠান।
চিঠিতে বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর গত রাতে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছে, তা দেখলে আপনি অভিভূত হবেন।’
আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসা বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয়কে এক করেছে।’
দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাব।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com