দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২২ । ২৩:২৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২২ । ২৩:২৬

পাবনা অফিস

পাবনায় দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকদের দলে যোগদান। ছবি- সমকাল।

কাতার ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সারা দেশের ভক্ত সমর্থকদের উন্মাদনার শেষ নেই। প্রতিদিনই থাকছে কোনো না কোনো হাস্যকর বা ব্যতিক্রমী কার্যকলাপ। এরই ধারাবাহিকতায় এবার পাবনায় দুধ দিয়ে গোসল করে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা সমর্থকদের দলে যোগদান করেছেন এক ব্রাজিল সমর্থক। 

আজ সোমবার দুপুরে মালঞ্চী ইউনিয়নের পরিষদ চত্বরে দুধ দিয়ে গোসলের এই আয়োজন করা হয়। জানা গেছে, খেলা নিয়ে বাজি ধরে হেরে গিয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হলেন তিনি। 

ওই ব্যক্তির নাম রনি মোস্তফা (২২)। তিনি মালঞ্চী গ্রামের বাসিন্দা। দুধ দিয়ে গোসলের পর ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরে আনুষ্ঠানিকভাবে তিনি দলটির আর্জেন্টিনার সমর্থক হন।

রনি বলেন, সৌদি কাছে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে যাওয়ায় আমি বন্ধুদের কাছে বাজি ধরেছিলাম, যদি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয় করে তবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা যোগ দিব। আর সেই কারণেই এই আয়োজন করেছেন আর্জেন্টিার সমর্থকেরা। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছি আমি। তাই আর্জেন্টিনায় যোগদান। 

আর্জেন্টিনা সমর্থক সাজেদুর রহমান শান্ত বলেন, এটা খুব আনন্দের খবর। ব্রাজিল সমর্থকরা যদি আর্জেন্টিনায় যোগ দেয় তাহলে আমরা গ্রহণ করে নেব। এক বালতি দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে আমাদের বন্ধু বানাব। খেলা নিয়ে আমাদের এই উন্মাদনা থাকবে। তবে সেটি যেন কখনো আক্রোশে পরিণত না হয় সেটিও আমরা প্রত্যাশা করি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com