
রাজধানীতে হুইল চেয়ারে বসা অজ্ঞাত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২২ । ০০:১৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২২ । ০০:১৪
সমকাল প্রতিবেদক

ধানমন্ডি থানা। ফাইল ছবি
রাজধানীর ধানমণ্ডির কলাবাগান মাঠ এলাকায় হুইল চেয়ারে বসা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সমকালকে বলেন, ‘কলাবাগান মাঠ লাগোয়া ফুটওভার ব্রিজের নিচে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়। আশেপাশের লোকজন বলছেন, ওই ব্যক্তি হুইলচেয়ারে বসে ভিক্ষা করতেন। সব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পাশাপাশি আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com