
কলকাতায় মমতার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের ইঙ্গিত
প্রকাশ: ২১ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২২ । ০৯:৩০ | প্রিন্ট সংস্করণ
কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোনো ছবি- সংগৃহীত।
দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে জি-২০ দেশগুলোর সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য দিল্লিতে সর্বদলীয় বৈঠকে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। এবার মাসের শেষে ৩০ ডিসেম্বর গঙ্গা পরিশোধন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় আসতে পারেন মোদি। হতে পারে একান্ত বৈঠক।
সরকারি সূত্র বলছে, গত সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে দিল্লি থেকে এমনই বার্তা এসেছে।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি এক দিনের সফরে কলকাতায় আসবেন। এ সময় প্রধানমন্ত্রী ছাড়াও উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত থাকবেন। সূত্র বলছে, সফরে মমতার সঙ্গে একান্ত বৈঠকের বিষয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের সবুজ সংকেত মিলেছে।
এর আগে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে গত ১৭ ডিসেম্বর এক দিনের কলকাতা সফর করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বনির্ধারিত না থাকলেও ওই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে প্রায় ২০ মিনিট বৈঠক করেন শাহ। এর পরেই নির্বাচন সামনে রেখে বিজেপি-তৃণমূল সমঝোতা ইস্যুতে সরব হয় বাম ও কংগ্রেস।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com