
ভামোস ভামোস আর্জেন্টিনা
প্রকাশ: ২১ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২২ । ০৯:৫৭ | প্রিন্ট সংস্করণ
সাদিক শাহরিয়ার

ছবি- এএফপি
লুসাইলে ফাইনাল জেতার পর থেকে আর্জেন্টাইন সমর্থকদের সময় যেন কাটছিল না। ট্রফি নিয়ে কবে মেসিরা দেশে ফিরবেন আর জাতীয় হিরোদের কীভাবে বরণ করা হবে- তা নিয়ে কৌতূহলের বান ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আর্জেন্টাইনদের। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ঢুকে তাঁরা বারবার খোঁজ করেছেন, মেসিদের বহনকারী বিমান কতটা পথ পাড়ি দিল। সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার আর্জেন্টাইন সময় রাত ২টা ২৬ মিনিটে বুয়েন্স আয়ার্সে পৌঁছায় চ্যাম্পিয়ন ফুটবলারদের বহনকারী বিমান। আর সে মধ্যরাতেও কয়েক লাখ মানুষ বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন ফুটবল-বীরদের একনজর দেখার জন্য। কখনও স্লোগান দিয়ে, কখনও বা সমবেত গান গেয়ে, ড্রাম বাজিয়ে চ্যাম্পিয়নদের বরণ করে নেন তাঁরা। জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে গতকাল সাধারণ ছুটি ছিল দেশটিতে।
এমন একটি মুহূর্তের জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা তিন যুগের। ৩৬ বছর পর দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে মেসিরা জিতে নেন বিশ্বকাপ। বিজয়ীদের আগমন উপলক্ষে সোমবার বিকেল থেকেই এজেইজা বিমানবন্দরের মূল সড়ক চলে যায় সমর্থকদের দখলে। সোমবার বিকেলেই দেশে পৌঁছানোর কথা ছিল স্কালোনিদের। কিন্তু ফাইনাল শেষে স্টেডিয়ামে আর্জেন্টিনা দলের কয়েক ঘণ্টা উদযাপন এবং ছাদখোলা বাসে কাতার প্রদক্ষিণ করে বেজক্যাম্পে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। ভোর পর্যন্ত পার্টি এবং কিছুটা বিশ্রাম নিয়ে দেশের উদ্দেশে বিমান ধরেন খেলোয়াড়রা। তাই দেশে পৌঁছাতে দেরি ডি মারিয়াদের। তাতেও সমর্থকদের উৎসাহে ভাটা পড়েনি।
আয়ারতন কেরদোকাস নামের ২৫ বছর বয়সী এক সমর্থক বলেন, 'আমরা আজ সারারাত এবং আগামীকাল এখানে থাকব। কাল আমরা কোনো কাজ করব না। দলের সঙ্গে সরাসরি ওবেলিস্কে যাব উদযাপনে।' দর্শকদের এমন আবেগের কথা মাথায় রেখেই মঙ্গলবার আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা করে দেশটির সরকার। রাজধানী বুয়েন্স আয়ার্সের বিখ্যাত ওবেলিস্ক স্কয়ারে চ্যাম্পিয়ন দলের জন্য এক গণসংবর্ধনারও আয়োজন করা হয়।
এর আগে স্থানীয় সময় রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে বের হন বিশ্বকাপজয়ী ফুটবলাররা। সে সময় দর্শকরা ইউনিসন ও মুচাচোস গান গেয়ে তাঁদের স্বাগত জানান। এ সময় 'ভামোস আর্জেন্টিনা' স্লোগানে প্রকম্পিত হতে থাকে পুরো শহর। ছাদখোলা বাসে দিবালা, ডি মারিয়া, মেসি, মার্টিনেজরাও হাত নেড়ে দর্শকদের ভালোবাসার জবাব দেন। ফার্নান্দেজ, লাওতারো মার্টিনেজদেরও তখন ড্রাম বাজিয়ে, গান গেয়ে দর্শকদের সঙ্গে উদযাপন করতে দেখা যায়। সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে খেলোয়াড়রা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদরদপ্তরে যান। সেখান থেকে দলের সবাইকে গতকাল স্থানীয় সময় দুপুরেই আর্জেন্টিনার ঐতিহাসিক ওবেলিস্ক স্কয়ারে নেওয়া হয় গণসংবর্ধনার জন্য। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্ব বিশ্বকাপ জেতার পর এই ওবেলিস্ক স্কয়ারেই সংবর্ধনা দেওয়া হয়েছিল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com