
এক কোটির বেশি মানুষ ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ: ২১ ডিসেম্বর ২২ । ১৯:৩৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২২ । ১৯:৩৩
সমকাল প্রতিবেদক

এক কোটিরও বেশি ভাতাভোগী মানুষ ডিজিটাল পদ্ধতিতে সরকারি বিভিন্ন ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে তৃণমূল পর্যায়ের ৫৭০ জন সমাজসেবা কর্মকর্তাকে মোটরসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এসব মানুষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।
তিনি বলেন, সনাতন পদ্ধতিতে ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল। ভাতা বিতরণ পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় সেসব দূর হয়েছে। ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রকল্পের মাধ্যমে এক কোটিরও অধিক ভাতাভোগীর ডাটাবেইজ তৈরি করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরণের ভাতার হার ও উপকারভোগীর সংখা বড়ানো হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকা সচল রাখতে সবাইকে কাজ করতে হবে। সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যাপ্তি বাড়িয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে প্রতিমন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম।
এর আগে মন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্প থেকে ৫৭০ জন সমাজসেবা কর্মকর্তাকে এসব মোটরসাইকেল প্রদান করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com