
ছায়ানটে শাস্ত্রীয় সুরের মায়াজাল
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২২ । ১৪:৪৮ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতিবেদক

ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে বৃহস্পতিবার শুদ্ধ সংগীত উৎসব ১৪২৯-এর প্রথম দিনের পরিবেশনা - সমকাল
শুদ্ধ সংগীতের মায়াজালে অনন্য হয়ে উঠল ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তন। শাস্ত্রীয় সুরের মূর্ছনার ধ্রুপদি ইন্দ্রজালে মিলনায়তনজুড়ে ছিল শুদ্ধ সংগীতের সমঝদারদের সুরে ডুবে থাকার মগ্নতা। পরিবেশনার পরতে পরতে শুদ্ধতায় মুগ্ধতার চাদর বিছিয়ে দেন শিল্পীরা। শুদ্ধ সংগীত উৎসব-১৪২৯ এর দুই দিনের আয়োজনের প্রথম দিনের আসরে গতকাল বৃহস্পতিবার এ দৃশ্য দেখা গেছে।
পৌষের সন্ধ্যায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই সংগীতজ্ঞ মিথুন দে'কে উৎসর্গ করে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে মুলতানি রাগে দলীয় কণ্ঠে খেয়াল পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। তবলায় ছিলেন ইফ্তেখার আলম ডলার। দ্বিতীয় পরিবেশনায় খেয়াল পরিবেশন করেন ঢাকার শিল্পী দীপ্তি সমদ্দার দীপু। তবলায় সংগত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে অভিজিৎ কুণ্ডু ও তানপুরায় ছিলেন লায়েকা বশীর।
এর পর সেতারে খেয়ালের দ্যুতি ছড়ান ঢাকার এবাদুল হক সৈকত। তবলায় ছিলেন সুরাজ নিরওয়ান ও তানপুরায় রিদওয়ান রহমান। অনুষ্ঠানে মারবা রাগে কণ্ঠে ধামার পরিবেশন করেন সৌমিতা বোস। শিল্পীকে পাখোয়াজে সংগত করেন শুষেণ কুমার রায়। ধ্রুব সরকারের হারমোনিয়ামের সঙ্গে তবলা লহরায় আসরে সুরের ধারা বইয়ে দেন কুমার প্রতিবিম্ব।
প্রথম দিনের আসরের শেষ পরিবেশনায় মঞ্চে শুদ্ধতা নিয়ে আসেন পারমিতা মুমু। তিনি শুধ্কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করেন। তবলায় ছিলেন গৌতম সরকার ও হারমোনিয়ামে বিজন চন্দ্র মিস্ত্রী।
এর আগে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। তিনটি অধিবেশনে বিভক্ত দু'দিনের এ আসরের প্রথম অধিবেশন ছিল গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আজ শুক্রবার ছুটির দিনে দ্বিতীয় অধিবেশন চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শেষ অধিবেশন চলবে সন্ধ্যা ৬টা থেকে রাতব্যাপী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com