দেশের কোথাও গণতন্ত্র নেই: জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২২ । ০০:১১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২২ । ০০:১১

সমকাল প্রতিবেদক

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের কোথাও গণতন্ত্র নেই। ১৫ দিনে ২৪ হাজার বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এটি একটি ফ্যাসিবাদী লক্ষণ। তিনি বলেন, আজকে অনেক আওয়ামী লীগার বঙ্গবন্ধুর আত্মজীবনীর কথা বলেন এবং বইটি বিলিও করেন। কিন্তু বইয়ে বঙ্গবন্ধুর যে আদর্শ লিপিবদ্ধ আছে তা আওয়ামী লীগের নেতারা বাস্তবায়ন করেন না। তাঁরই কন্যা আজ আইনকে নির্বোধ বানিয়ে অপব্যবহার করছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক নেতাকর্মী ডা. জাফরুল্লাহর কাছে ফুলের তোড়া দিয়ে ভাসানী অনুসারী পরিষদে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

ডা. জাফরুল্লাহ বলেন, হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ডাদেশ থাকলেও তাঁকে জামিন দেওয়া হয়। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বয়োজ্যেষ্ঠ খালেদা জিয়ার জামিন হয় না। আজকে সবাই সম্মিলিতভাবে অগ্রসর হতে না পারলে এ বৈষম্য থেকে মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, আজকে সরকারের এক মন্ত্রী বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন একজন। বড় বড় দলে এই সমস্যা। নেতাকর্মীর ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয় না। এটা হলে কর্মীদের প্রতি নেতাদের ভালোবাসা ও আস্থা ঠিক থাকত।

জাফরুল্লাহ চৌধুরী বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখা নিয়ে বলেন, এখানে আরও কাজ করতে হবে। আজকে আমরা কথা বলতে পারি না, মিছিল করতে পারি না। করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশ অনুমতি দেওয়ার কে? মিছিল-সমাবেশে বাধা দেওয়া হবে না এটিও দফাতে উল্লেখ রাখতে হবে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, যাদের জন্য দিনের ভোট রাতে করেছেন, তারাই আপনাদের চাকরিচ্যুত করছে। আপনারা সাধারণ মানুষের ওপর গুলি চালানো বন্ধ করুন। গরিবের ওপর চাঁদাবাজি বন্ধ করুন। বড়লোকের টাকা খান। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, চা খাওয়ার আমন্ত্রণ করে মামলা দিয়ে গ্রেপ্তার করছেন। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় আজ দুই বছর ধরে মাওলানারা জেলখানায়। অথচ খুনি, দুর্নীতিবাজ ও লুটেরারা ঘুরে বেড়াচ্ছে।

এ সময় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান বিজু, কেন্দ্রীয় নেতা ওয়াহিদুর রহমান প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com