
আমি অশ্লীল
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২২ । ১৮:৫০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২২ । ১৮:৫০
প্রদীপ্ত মোবারক

চলমান সভ্যতার
সবটুকু আধুনিকতা
মেনে নিয়েও, তুমি বলছো-
আমি অশ্লীল, স্পর্শে ছিল পাপ!
প্রযুক্তির কাঁধে ভর দিয়ে
গোপনে তুমিও ডোবো
নীল দুনিয়ার গাঢ় সুখে।
তখন কি তুমি নিজেকে
বিন্দুমাত্র বঞ্চিত করো
কাঙ্ক্ষিত সুখ থেকে...?
তোমাকে ছুঁয়েছিলাম
ভালোবাসায়, মমতায়।
ছুঁয়েছিলাম প্রেমে ও যত্নে।
হ্যাঁ...আমিই তোমাকে
ছুঁয়েছিলাম।
বিশুদ্ধ শারীরিক কামনায়।
আঙ্গুলের স্পর্শ ছিলো
শ্বাস-প্রশ্বাসের গরম ভাপ ছিলো
ছিলো ঘেমে যাওয়া শরীরের গন্ধ।
অথচ আমি অশ্লীল।
আমার অস্তিত্ব অবৈধ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com