বিনামূল্যে অস্ত্রোপচার ,১১ বছর পর ঋণ শোধ রোগীর

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২২ । ১৪:১৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২২ । ১৪:১৬

অনলাইন ডেস্ক

১১ বছর আগের কথা। ভয়ঙ্কর পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে যান দিনমজুর রাম সহায়। চিকিৎসক জানান, অ্যাপেনডিক্সের  সমস্যায় ভূগছেন রাম সহায়। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসক। কিন্তু দরিদ্র রাম সহায়ের কাছে অস্ত্রোপচারের খরচ ছিল না। সেই সময় বিনামূল্যে তার অস্ত্রোপচার করেন এক চিকিৎসক।  রাম সহায়কে ডাক্তার বলেন, এখন টাকা লাগবে না, পরে দিও।

এরপর কেটে গিয়েছে ১১টা বছর। চিকিৎসক ভুলে গিয়েছিলেন সেই কথা। কিন্তু যার উপকার করেছিলেন, তিনি ভোলেননি উপকারীকে। একটু একটু করে টাকা জমান রাম সহায়। সম্প্রতি সেই ডাক্তারকে খুঁজে সেই টাকা শোধ করেন তিনি।

বিচিত্র এই ঘটনাটি ভারতের  উত্তরাখণ্ডের । রাম সহায় ও চিকিৎসকের পুনর্মিলনের সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পেশায় দিনমজুর রাম সহায়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিবেদনের খবর অনুযায়ী, ১১ বছর ধরে টাকা জমিয়ে সম্প্রতি হরিদ্বার থেকে পাতিয়ালায়ের সেই হাসপাতালে হাজির হন রাম সহায়।  সেখানে গিয়ে অস্ত্রোপচার করা সেই ডা.ভগবন্ত সিংয়ের খোঁজ করেন ধার শোধ করবেন বলে। যদিও চিকিৎসক সেই সময় পাতিয়ালায় ছিলেন না। রাম সহায় দু’দিন তার জন্য অপেক্ষা করেন। তারপর দেখা পান সেই চিকিৎসকের।

এদিকে, রাম সহায়ের সততায় মুগ্ধ চিকিৎসক। তিনি বলেন, ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। যখন রাম সহায় দেখা করার কথা বলেন তখন বুঝতে পারছিলাম না কেন দেখা করতে চান। সব জেনে মুগ্ধ হই। যদিও রাম সহায়ের থেকে টাকা নিতে চাননি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com