
কুবির প্রতিষ্ঠাকালীন ফটক ভেঙে ফেলল সওজ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২২ । ১৩:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভেঙে ফেলা হয়েছে কুবির ফটক - সমকাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাকালীন প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে। কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিল ফটকটি। সেখানে আন্ডারপাস নির্মাণের জন্য সম্প্রতি ফটকটি ভেঙে ফেলে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর।
গত বছরের ২৮ জুলাই একনেকের এক সভায় বেলতলীসহ কুমিল্লার বিভিন্ন স্থানে তিনটি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর আওতায় সম্প্রতি বেলতলীতে আন্ডারপাস নির্মাণ কাজ শুরু করে সওজ। তাদের দাবি, সওজের অধিগ্রহণ করা জমিতে নির্মাণ করা হয়েছিল ফটকটি। এর অপসারণ ছাড়া আন্ডারপাস নির্মাণ সম্ভব নয়।
এ বিষয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা করেন সওজ অধিদপ্তরের প্রতিনিধিরা। সভায় আরেকটি ফটক নির্মাণের দাবি জানিয়েছে কুবি কর্তৃপক্ষ। এ বিষয়ে সওজকে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীর। তবে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি সওজ কর্তৃপক্ষ।
কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ফটক পুনর্নির্মাণ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com