
উন্নয়নের অজুহাতে বালু উত্তোলন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২২ । ১২:৫৩ | প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ছাত্তার মেম্বারের পাড়া ও চর কর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে খনন যন্ত্র দিয়ে বালু তোলছেন প্রভাবশালীরা - সমকাল
গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীসহ বিভিন্ন খাল-নালা থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে। এতে ঝুঁকিতে পড়েছে ফসলি জমি ও বাড়িঘরসহ নানা স্থাপনা।
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ফেরি ঘাট-সংলগ্ন ছাত্তার মেম্বারের পাড়া ও চর কর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে খনন যন্ত্র দিয়ে বালু তোলছেন প্রভাবশালী। উজানচর ইউনিয়নের জৈনদ্দিন সরদার পাড়া এলাকায় খাল থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। অবৈধ খনন যন্ত্র বন্ধ করার জন্য ইউএনওর কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয় কয়েকজন।
স্থানীয়দের দাবি, বালু বিক্রির সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় নদীপাড়ের বাসিন্দা ও কৃষকরা ভয়ে থাকেন। দিনে সেখানে কেউ থাকে না। সন্ধ্যার পর চলে তোলার প্রস্তুতি। বিভিন্ন জায়গা থেকে শত শত ড্রাম ট্রাক এনে সারিবদ্ধ করে রাখা হয় চর কর্ণেশনা এলাকায়। রাত নামার সঙ্গে সঙ্গে শুরু হয় বালু উত্তোলন।
স্থানীয় মো. জেলাল দাবি করেন, তাঁরা রাস্তা নির্মাণসহ সরকারি উন্নয়ন কাজে মাটি সরবরাহ করে থাকেন। কোথাও মাটি বিক্রি করা হয় না। তাই প্রশাসন তাদের কিছুটা ছাড় দিয়ে থাকে। স্থানীয়দের ম্যানেজ করে মাটি কাটা হচ্ছে।
উজানচর ইউনিয়নের জৈনদ্দিন সরদার পাড়া এলাকার হাসেম মণ্ডল, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. শহিদসহ কয়েকজন জানান, শুকনো মৌসুমে এ খালের জমিতে নানা ফসলের আবাদ করেন। কিন্তু ৩০-৪০ ফুট গভীর করে বালু তোলার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই তাদের বসতভিটা, বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
ইসমাইল খাঁ দাবি করেন, তিনি খাল থেকে বালু উত্তোলন করছেন না। পাশে তার নিজের জমি রয়েছে। সেখান থেকে বালু তুলছেন। এতে কারও সমস্যা হচ্ছে না।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com