ঢাবির ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সা. সম্পাদক ফুয়াদ

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২২ । ১৪:১৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২২ । ১৫:০৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২২-২৩ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফুয়াদ হোসেন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সভাপতি শেখ মো. আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com