
২০২৩ হোক দেশের অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ০১:৩২ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ০১:৩২
সমকাল ডেস্ক

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি।
প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২২ সাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর। ২০২৩ সাল হোক দেশের অগ্রযাত্রার আরেক বছর। এই প্রত্যাশা রেখে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পেজে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে শনিবার এর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর পুত্র জয় লিখেছেন, 'বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর ২০২২। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।'
ভিডিওতে ২০২২ সালের বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com