
শিশুর কান্না শুনে ঘরে ঢুকতেই মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ১৩:৫৩ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ১৩:৫৬
দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি
দিনাজপুরের খানসামায় নিজ ঘরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রাম (হাজীপাড়া) থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
মারা যাওয়া দুজন হলেন- একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (৩২)। সামছুন নাহার পাশ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুন নাহারের। সকালে রবিউল ও সামছুন দম্পতির ঘর থেকে অনেকক্ষণ ধরে শিশুর কান্নার শব্দ পাচ্ছিলেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হলে এক পর্যায়ে তারা ওই দম্পতির ঘরে ঢোকেন। সেখানে তারা ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই দম্পতির মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
স্থানীয়রা আরও জানায়, ৭ বছর আগেও দাম্পত্য কলহের জেরে বিষ পান করে রবিউল ও তার ছেলে। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলে সন্তানের মৃত্যু হয়। এরপর গত ৯ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন সামছুন নাহার।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ দুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে ,তারা আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, ময়নাতদন্ত শেষে ওই দম্পতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com