
দ্বিতীয় হওয়ায় বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখ্যান করলেন সালাউদ্দিন
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ১৩:৫৭ | আপডেট: ০২ জানুয়ারি ২৩ । ১২:২৯
স্পোর্টস ডেস্ক

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: ফাইল
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার এক অনুষ্ঠানে দেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়।
বিএসপিএ’র বিবেচনায় দেশের সেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া হয়েছে সাবেক ফুটবলার ও বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে। পুরস্কার হাতে নেওয়ার পর ওই সম্মাননা সালাউদ্দিনের পক্ষে বাফুফে প্রত্যাখ্যান করেছেন।
বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার বাফুফের কার্যনির্বাহী সভায় এই পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। বাফুফে দাবি করেছে, কাজী সালাউদ্দিনকে দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া প্রহসনের সমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাফুফের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ নিয়মিত সভায় বিএসপিএ কর্তৃক কাজী মো. সালাউদ্দিনকে প্রদত্ত দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সালাউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একাধিক পুরস্কার পেয়েছেন, তাকে দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া প্রহসন। এটা স্বাধীন বাংলা ফুটবল দল এবং ফুটবলের সঙ্গে জড়িত সবার জন্য অবমাননাকর।
শুক্রবার দেশের সেরা দশ ক্রীড়াবিদকে সম্মাননা দেয় বিএসপিএ। সেখানে উপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিন। মঞ্চে উঠে পুরস্কার নেন। জানান যে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। তবে পুরস্কার হাতে নিলেও ক্ষোভে তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান। এছাড়া বিএসপিএ সম্মাননা দিয়েছে ক্রীড়াবিদকে। কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে নয়। সেজন্য বাফুফে বিজ্ঞপ্তি দিয়ে পুরস্কার প্রত্যাখ্যান করায় সমালোচনা হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com