
পল্লীকবি জসীম উদ্দীনের জন্মদিন পালিত
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ১৬:৪৩ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ১৬:৪৩
ফরিদপুর অফিস

পল্লীকবি জসীম উদদীনের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরতলীর অম্বিকাপুরে কবির সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
পরে কবির বাড়ির প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ , প্রফেসর মো.শাহজাহান, প্রফেসর এম এ সামাদ, সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমুখ। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯০৪ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির তাম্বুলখানা গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীম উদদীন। কলেজ জীবনেই ‘কবর’কবিতাটি রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। এ কবিতাটি পরে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’।
এরপর তার আরও ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন। ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন পল্লীকবি জসীম উদদীন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com