
সিলেট সীমান্ত থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ১৭:০৯ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ১৭:১০
সিলেট ব্যুরো

প্রতীকী ছবি।
সিলেট সীমান্ত এলাকা থেকে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় খাসিদের গুলিতে তিনি মারা যান।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকা থেকে নিহত জৈন উদ্দিনের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।
এর আগে গত ২৫ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে স্থানীয় মছদ্দর আলীর ছেলে আব্দুস সালামের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ও উরুতে গুলি ছিল।
স্থানীয় বিজিবি ক্যাম্প সূত্র জানায়, শনিবার বিকেলে উৎমা সীমান্তের ১২৫৭ নাম্বার মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় জৈন উদ্দিনসহ ৩-৪ জন লোক লাকড়ি সংগ্রহ করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে ওপারের ভারতীয় খাসিরা গুলি ছুঁড়ে। এতে জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে গুলি লাগে। তার সঙ্গের লোকজন পালিয়ে এলেও জৈন উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন।
উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার মো. রফিক জানান, খাসিদের গুলিতে জৈন উদ্দিন মারা যান এবং তার সাথের তিন জন পালিয়ে আসেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, জৈন উদ্দিনের লাশ উদ্ধারের পর আজ সকালে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলে ময়না তদন্ত শেষে তার লাশ দাফনের কথা রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com