
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই অঞ্জলি বাগদান সারলেন
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ১৮:০৩ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ১৮:১৯
বিনোদন ডেস্ক

শাহরুখ-সালমান, ও কাজল- রাজনী অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের একটি কালজয়ী ছবি। এই ছবিতে শাহরুখ-রানীর মেয়ে ছিল অঞ্জলির কথা মনে আছে?বাস্তবে তার নাম সানা সাঈদ। অঞ্জলি চরিত্রটি করার সময় তার বয়স ছিল ১০ বছর।
‘কুছ কুছ হোতা হ্যায়’ছবির মুক্তির পর সময় গড়িয়েছে অনেক। সেই অঞ্জলি এখন আর ছোট্ট নেই। হয়েছেন প্রাপ্ত বয়সী তরুণী।
এই সানা সাঈদ নতুন বছরের প্রথম দিনে প্রেমিকের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। তার হবু বরের নাম কাসাবা ওয়াগনার।
সানা সাঈদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যায়, হাঁটু মুড়ে বসে সানাকে আংটি পরিয়ে দিচ্ছেন কাসাবা। এছাড়াও এ জুটির আরো ঘনিষ্ঠ কটি ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী।
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার পর ২০০০ সালে ‘হার দিল জো পেয়ার করেগা’ সিনেমায় অভিনয় করেন সানা। একই বছর ‘বাদল’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তারপর দীর্ঘ বিরতি ভেঙে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরেন সানা। তারপর সিনেমায় আর দেখা যায়নি তাকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com