
মুক্তিপণের টাকা নিতে গিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ১৯:০৭ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ১৯:০৭
রাঙামাটি অফিস ও কাউখালী প্রতিনিধি

গ্রেপ্তার অপহরণকারী চক্রের দুই সদস্য। ছবি-সমকাল
রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে অপহৃত ইটভাটার তিন শ্রমিকের মুক্তিপণের টাকা নিতে গিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার মধ্যে রাতে রাঙামাটি চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বিনাজুরী পাড়ার আদোমং মারমার ছেলে ক্যমং মারমা (২২) ও বান্দরবান জেলার সোয়ালং ইউপির রোয়াজা পাড়া এলাকার মংলু মারমার ছেলে উক্যওয়াই মারমা (২০)।
পুলিশ জানায়, তারাবুনিয়া এলাকার খাজা গরীবে নেওয়াজের ইট ভাটার তিন শ্রমিককে অপহরণ করার পর অপহরণকারীরা ওই ভাটার মালিককে ফোন করে ৩০ লাখ টাকা দিতে বলেন। কিন্তু ভাটার মালিক ৩০ লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে ৫ লাখ টাকা নিতে রাজি হয় অপহরণকারীরা। আর এই সুযোগটি কাজে লাগিয়ে অভিযান শুরু করে পুলিশ। গত শনিবার মধ্য রাতে লিচু বাগান এলাকাতে মুক্তিপণের টাকা নিতে গেলে অপহরণকারী দলের দুই সদস্য ক্যমং মারমা ও উক্যওয়াই মারমাকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, রোববার তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে। তবে অপহৃত তিন শ্রমিক এখনও উদ্ধার করা যায়নি।
কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান তিন শ্রমিকের অপহরণের অভিযোগে গত শুক্রবার থানায় অপহরণ মামলা দায়ের করেন ইটভাটা মালিক মো. ফারুক। এতে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত অপহৃত তিন শ্রমিককে উদ্ধার করা যাবে এবং বাকি অপহরণকারীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইটভাটাতে গিয় চাঁদা দাবি করে। কিন্তু মালিক পক্ষ সে সময় দাবি করা চাঁদার টাকা দিতে না পারায় তিন শ্রমিক মো. উল্লাহ (২৯) মোসলেম উদ্দিন (৪০) ও জিয়াউর রহমানকে (২৮) অস্ত্রের মুখে অপহরণ করে। এ ঘটনায় ইট ভাটার মালিক অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com