বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লার কোচ সালাউদ্দিন

প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ২০:৫৩ | আপডেট: ০১ জানুয়ারি ২৩ । ২০:৫৩

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। তাই শুরুর খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে আবেদন করা যাবে না। তবে এলিমিনেটর পর্ব থেকে ডিআরএস রাখা হবে। আগের বছরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব খেলা হয়েছিল ডিআরএস ছাড়াই।

ডিআরএস না থাকলেও প্রতিযোগিতার লিগ পর্বের ম্যাচগুলিতে থাকবে অ্যাডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম বা এডিআরএস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য ইসমাইল হায়দার মল্লিক।

বিশ্বের সর্বত্রই এখন ক্রিকেট ম্যাচে ডিআরএস দেখা যায়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ডিআরএস ছাড়া কল্পনাই করা যায় না। কিন্তু বিপিএলে এবারো ডিআরএস না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেনো এবারো শুরু থেকে থাকছে না ডিআরএস?

ইসমাইল হায়দার বলেছেন, ‘'হক আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড থেকে এই প্রযুক্তি নিয়ে আসতে হয়। এ জন্য তাদের আগে থেকে জানাতে হয়। এবারও আমরা এলিমিনেটর এবং ফাইনালে পুরো ডিআরএস পাব।'

ডিআরএস না থাকার এই সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মিরপুরে প্রথম দিনের অনুশীলন শেষে কুমিল্লা কোচ জানান, 'দেখেন এত বড় একটা টুর্নামেন্ট ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যেকোনো একটা সিদ্ধান্তের জন্য পুরো টুর্নামেন্টটা আপনি হেরে যেতে পারেন।'

এবার বিপিএলের দিন তারিখ চূড়ান্ত হয়ে কয়েকমাস আগে। সূচি বেশ আগে থেকে নির্দিষ্ট থাকায় সময় না পাওয়ার অজুহাত দেওয়ার উপায় নেই। এই কারণেই হতাশা জানাতে গিয়ে সমালোচনার ঝাঁজও কণ্ঠে নিয়ে এলেন সালাউদ্দিন, 'আমার মনে হয় যেহেতু আপনারা (বিসিবি) অনেক সময় পেয়েছিলেন, আপনাদের বোর্ডের তো অনেক টাকা এই ধরণের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের তো টাকার অভাব নেই৷ এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস রাখা উচিত ছিল।'

বিপিএলের গত আসরের শুরুতেই আম্পায়ারিং নিয়ে তৈরি হয় বিতর্ক। ঢাকা পর্বের খেলা শেষে সেই বিতর্ক উত্তাপ ছড়ালে চট্টগ্রাম পর্ব থেকে অল্টারনেটিভ ডিআরএস ব্যবস্থা করে বিসিবি। সেটি এডিআরএস নামে পরিচিত, মূলত স্লো মোশন রিপ্লে দেখে টিভি আম্পায়ার দেন সিদ্ধান্ত। তবে এলবিডব্লিউর ক্ষেত্রে বলের গতিপথ অনেকটা ধারণার উপর থেকে দেখে সিদ্ধান্ত নিতে হয় তাদের।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com