
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধাদের সমাবেশ-শোভাযাত্রা
প্রকাশ: ০১ জানুয়ারি ২৩ । ২২:৪৯ | আপডেট: ০২ জানুয়ারি ২৩ । ০০:২৬
সমকাল প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের আনন্দ মিছিল- সমকাল
আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা দশমবারের মতো সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তারা এ সমাবেশ ও আনন্দ মিছিল করেন।
রোববার রাজধানীর তেজাঁওয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির আয়োজনে এই সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীরপ্রতীক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, কমান্ডার আবুল বাসার, শাহাব উদ্দিন, মেজর (অব.) লেলিন, মো. শাহজাহান, জামাল খান, 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধার সন্তান তানিয়া হক শোভা, অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ শোভযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com