
মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
প্রকাশ: ০২ জানুয়ারি ২৩ । ১৯:৫৮ | আপডেট: ০২ জানুয়ারি ২৩ । ১৯:৫৮
মাদারীপুর প্রতিনিধি

গ্রেপ্তার ইয়সিন মোল্লা ওরফে রাব্বি ও শামিম ফকির - সমকাল
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকায় এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রেমিকসহ দু'জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শামিম ফকির (ছদ্মনাম হাসান) নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে ওঠে ওই ছাত্রীর। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে শনিবার রাতে শামিমের সঙ্গে দেখা করতে গেলে শামিম ও তার বন্ধু ইয়াসিন মোল্লা ওরফে রাব্বি মিলে তাকে ধর্ষণ করে। তবে শুধু মোবাইল নম্বর ছাড়া প্রেমিকের আর কোনো তথ্য দিতে পারেনি ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। পরে পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে রোববার শামিম ও রাতে ইয়াসিনকে আটক করে। পরে ধর্ষণকারীদের শনাক্ত করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শামিম নিজেকে ওই তরুণীর কাছে হাসান বলে পরিচয় দেয়। ঘটনার দিন ওই স্কুলছাত্রীকে রাজৈর উপজেলার সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নেয় শামিম। পরে সে ও তার বন্ধু ইয়াসিন ওই কিশোরীকে ব্রিজের পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় ওই দুই যুবক।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেই তাদের গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। এক দিনের মধ্যেই দু'জনকে আটক করা হয়েছে। শামিম ও ইয়াসিনকে আদালতে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com