
কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
প্রকাশ: ০৩ জানুয়ারি ২৩ । ০৯:৩৫ | আপডেট: ০৩ জানুয়ারি ২৩ । ০৯:৩৫
সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, গেল ১০ দিনের বেশি সময় ধরেই কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে। প্রতিদিনই প্রায় মাঝ রাত থেকে ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা।
আজ কুয়াশার কারণে নদীতে বয়া ও মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোর ৩ টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। হঠাৎ ফেরি বন্ধ হওয়ার কারণে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে তিনটি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় অনেক যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানান, কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় মঙ্গলবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে। কুয়াশার কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com