
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মিলনমেলা
প্রকাশ: ০৪ জানুয়ারি ২৩ । ১১:০০ | আপডেট: ০৪ জানুয়ারি ২৩ । ১১:০০
স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের উম্মাদনা শেষ হতে না হতেই দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল নিয়ে মাতামাতি শুরু হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার তথা ৬ জানুয়ারি থেকে। আসরকে সামনে রেখে এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
গড়পড়তা ৬০ থেকে ৭০ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের টি২০ টুর্নামেন্টটিতে ভিন্ন ভিন্ন সময়ে খেলতে আসবেন তারা। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। সিলেট স্টাইকার্সে যোগ দিয়েছেন থিসারা পেরেরা, কলিংন অ্যাকারম্যান, মোহাম্মদ আমির, শফিকউল্লাহ গাফারি, টম মুরস ও ইমাদ ওয়াসিম। এছাড়া গুলবাদিন নাইব, রায়ান বার্ল, মোহাম্মদ হ্যারিস যোগ দেবেন টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে।
খুলনা টাইগার্সে গতকাল যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের পল ভা মিকিরেন। সবার আগে বিদেশি ক্রিকেটার দলে পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওসমান খাজা, মালিন্দা পুষ্পাকুমারা গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমিতে অনুশীলন করেছেন।
এদিন খাজা নাফি ঢাকায় এসেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আজ যোগ দেবেন আমির জামাল, মোহাম্মদ নবী ও ফজলে ফারুকী। টুর্নামেন্ট শুরুর আগে যোগ দেবেন ব্র্যান্ডন কিং, ডেভিড মালান ও খুশদিল শাহ। ফরচুন বরিশালে কাল আসছেন দুই পাকিস্তানি ইফতেখার আহমেদ ও হায়দার আলী। রংপুর রাইডার্সে গতকাল এসেছেন সিকান্দার রাজা। ঢাকায় ডমিনেটরসে যোগ দিয়েছেন মুনাভিরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com