
বাবা হারালেন সাংবাদিক এমরান শেখ
প্রকাশ: ০৪ জানুয়ারি ২৩ । ১৮:০২ | আপডেট: ০৪ জানুয়ারি ২৩ । ১৮:০২
সমকাল প্রতিবেদক

সাংবাদিক এমরান হোসাইন শেখের বাবা গোলাম মোস্তফা শেখ মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাটের মোল্লাহাটে নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি...রাজিঊন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
গোলাম মোস্তফা শেখ স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার ছেলে এমরান হোসাইন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী সদস্য।
বুধবার বাদ জোহর জানাজা শেষে গোলাম মোস্তফা শেখকে বাড়ির পাশে দাফন করা হয়েছে।
গোলাম মোস্তফা শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলা ট্রিবিউনের সম্পাদক ও গীতিকবি জুলফিকার রাসেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সাধারণ সম্পাদক, বিপিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সভাপতি ও সাধারণ সম্পাদক।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com